দেখে নাও, দেখে নাও, ঐ বর্বরোচিত অগ্নিখেলা
মানুষের অসহায়ত্বের করুণ দৃশ্য, বেঁচে থাকার আকুতি!
কতোটা অপারগতার কাছে হেরে যাচ্ছি আমরা!
এক দিকে মহামারি আরেক দিকে কোন্দল!
থামছে না কোনটাই!
কি অপ্রসন্ন ভাগ্য, জন্ম থেকেই
রপ্ত করতে হয় বেঁচে থাকার কৌশল,
তবুও রেহাই নেই সহিংসতার বলি ঠেকাতে!
আসল সত্য তাই যে,আমরা দুর্বলচিত্তে
ধীরে ধীরে হেঁটে যাচ্ছি মৃত্যুর দিকে!
আর কতোকাল রপ্ত করা কৌশলে সাবধানী হওয়া যায়!
ছোট ছোট শিশুর রক্তাক্ত শরীর, অবয়ব
বুকের ভেতর চোখের ভেতর রক্ত ঝরায়!
ক্রোধে অভিশাপে লিপ্ত হই, লেপ্টে যাই ওদের রক্তে।
এও অপারগতাই অনুভূতি।
ঘৃণায় কি আর প্রায়শ্চিত্ত হয়!
যখন প্রয়োজন বিশ্বের একতা, আগুন জ্বালা।
এই বর্বরোচিত খেলায় যারা নিশ্চুপ!
তারা কি চায়, কোন্দল নাকি
কোনো এক জাতির অস্তিত্ব বিলীন!
তারা তো জানে নিশ্চই বিলীন হওয়া গর্ভেও আবার
নতুন করে গজিয়ে উঠে ঘাস,ভরে উঠে সবুজে!
জলের উৎস তৈরি হয় সেই মাটি গর্ভ হতেই!
ধ্বংসের খেলা খেলে
কোন জাতি নিস্তার পাইনি কোনকালে!
তারা দু’চোখে যা দেখছে তা অভিলাষ নয়, অভিশাপ!
এই অপশক্তি অচিরেই হয়তো ধারন করবে পঙ্গুত্ব!
সতেরোতেও ঘটেছিলোছিলো এমনটাই!
দেখো আগুনের চোখ খুলে,সময় বদলায়!
অসহায়দের বুকের জমিন গায়ের সফেদ বসন
রক্তে যখন রাঙিয়ে দিলে এটাই তবে ভূষণ!