রংপুরে তিন বাহনের সংঘর্ষে ৫ জন নিহত

| মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তিন বাহনের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলার নেংটি ছেঁড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান।

নিহতরা হলেন- উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত ভবানিগঞ্জ গ্রামের সহির উদ্দিন (৪০), পাতিলডাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), শুকলাল বাসফোর (৫০), শেরমস্ত বানিয়াপাড়ার আজানুর রহমান (৪৫) ও বাঙালিপুর গ্রামের হাবিবুল্লাহ (৪৫)। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী। আহত দুজন চিকিৎসাধীন আছেন। খবর বিডিনিউজের।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। নেংটিছেঁড়া সেতুর কাছে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংর্ঘষ হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তারাগঞ্জ স্টেশনের কর্মকর্তা আনিস মিয়া বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধারে কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধবৃহৎ দেশগুলোতে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি উৎসাহব্যঞ্জক
পরবর্তী নিবন্ধমহেশখালীর শতবর্ষী পুকুর রক্ষার আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের