যৌন নির্যাতনের মামলায় আদালতে ট্রাম্প

| বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

কেবলই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে প্রথম জয় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিউইয়র্কের একটি আদালতে হাজির হতে হয়েছে। লেখক ই জিন ক্যারলের মানহানির মামলায় মঙ্গলবার তিনি আদালতে হাজির হন। খবর বাংলানিউজের।

অভিযোগ রয়েছে, ওই লেখিকাকে ৯০ দশকে যৌন হেনস্তা করেন ট্রাম্প। ক্যারলের আইনজীবী আদালতকে বলেন, সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট ওই লেখিকার জীবনকে দুর্বিষহ করে তুলেছিলেন। ২০১৯ সালে ঘটনাটি প্রকাশ্যে আসে। ওই লেখিকাকে ১৯৯৬ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ড্রেসিং রুমে ট্রাম্প আক্রমণ করেছিলেন।

ট্রাম্প অবশ্য ক্যারলের আইনজীবীর বিবৃতি দেওয়ার আগে আদালত ছাড়েন। ক্যারল নিউইয়র্কের একজন কলামিস্ট। মানহানির জন্য ১০ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমণিপুরে নতুন করে সংঘাত
পরবর্তী নিবন্ধ৮ ফেব্রুয়ারি পিটিআই চমকে দেবে, বললেন কারাবন্দি ইমরান