যৌন নিপীড়ন রোধকল্পে আইআইইউসির অভিযোগ কমিটির সভা

| রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিটি-ইউজিসি নির্দেশিত আইআইইউসি অভিযোগ কমিটির প্রথম সভা গত শুক্রবার বহদ্দারহাট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কমিটির আহবায়ক রিজিয়া রেজা চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রফেসর ডা.মাহমুদ এ আরজু, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী। কমিটির সদস্য সচিব প্রফেসর মোহাম্মদ আবছার উদ্দিনের সঞ্চালনায় এতে ছিলেন প্রক্টর ড. নেজামুল হক, অধ্যাপক ড. মহি উদ্দিন, প্রফেসর আরজুমান আরা বেগম, তাসলিমা আকতার, প্রফেসর তাহমিনা মরিয়ম, সুলতানা আকতার, ফারহানা ইয়াসমিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে পুষ্টিসমৃদ্ধ জাতি গঠন জরুরি’
পরবর্তী নিবন্ধআইআইইউসির পিকআপ উপহার পেল চট্টগ্রাম জেলা পুলিশ