যৌতুক, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

কাপাসগোলায় সুন্নী মাহফিলে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ

| বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান, মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্‌- হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, মাইজভাণ্ডার শরীফ রাসূলে পাকের (দ.) আদর্শ ধারণ করে সাম্য, ন্যায় প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এ দরবার সবসময় মানবতার সেবায় নিয়োজিত। ধর্মীয় শিক্ষার পাশাপাশি তরিকা-এ-মাইজভাণ্ডারীয়া সমাজ সংস্কারে অবদান রাখছে। মাদক, যৌতুক, সন্ত্রাস, সামপ্রদায়িক দ্বন্দ্ব, সকল প্রকার বৈষম্য প্রতিরোধে মাইজভাণ্ডার শরীফের মহাত্মাগণ নিরলসভাবে কাজ করে চলেছেন। একবিংশ শতকে মাদক, সন্ত্রাসের করালগ্রাসে যুবকরা বিপথগামী হয়ে যাচ্ছে।

গত ১০ জানুয়ারি রাতে চকবাজারস্থ মাইজভাণ্ডার মন্‌জিলের সম্মুখ মাঠে কাপাসগোলা মহল্লাবাসীর আয়োজনে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে আজিমুশশান সুন্নী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. আজিজুল হক মঞ্জুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, আল্লামা আবুল কাশেম নূরী। বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ ইকবাল রিসালপুরী মাইজভাণ্ডারী, অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, মোহাম্মদ সেলিম রহমান, আমিনুল হক রমজু, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নূর মোস্তফা টিনু, আবু আহমেদ, মো. বোরহান উদ্দিন, দেলোয়ার হোসেন ফরহাদ, তৌহিদুল কাদের চৌধুরী, এরশাদ মাহমুদ, কাজী মো. শহীদুল্লাহ্‌, ইউসুফ শরীফ।

আলোচনায় অংশ নেন, মুফতী বাকি বিল্লাহ্‌ আল-আযহারী, মাওলানা আহমদুল হক মাইজভাণ্ডারী, অধ্যাপক মাওলানা আবদুল মান্নান আশরাফি, হাফেজ মাওলানা নেছার আহমদ আশরাফি, মুফতি মাকসুদুর রহমান মাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা নাজের হোসাইন প্রমুখ। শেষে শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.জি.আ.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জাপান সফর হতে পারে এপ্রিলে
পরবর্তী নিবন্ধবিপিএলের টিকেট কিনতে সাগরিকায় তরুণদের ভিড়