সমাজে আলেমদের একটি প্রভাব রয়েছে। সামাজিক বিভিন্ন ইস্যুতে তাঁরা এগিয়ে এলে যৌতুক ও মাদকসহ সব ধরনের অপরাধ প্রবণতা অনেকাংশে কমবে। এছাড়া নারীদের সুরক্ষায় যৌতুক বিরোধী আইনের কঠোর প্রয়োগও নিশ্চিত করতে হবে। আসন্ন ১২তম যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ এবং বর্ণাঢ্য র্যালি উপলক্ষে গত ১৪ জানুয়ারি আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী মুহাম্মদ ফোরকান রেজা। প্রস্তুতি কমিটির সদস্য সচিব শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ মুছা সওদাগর, মুহাম্মদ হাসান আলী, মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর ওসমান, মুহাম্মদ জাকারিয়া, শায়ের মুহাম্মদ এনামুল হক এনাম, মুহাম্মদ মাহফুজুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর, এস এম ইকবাল বাহার, শায়ের মুহাম্মদ নাজিম উদ্দিন কাদেরী, মুহাম্মদ ছৈয়্যদুল হক, শায়ের মুহাম্মদ ছালামত রেযা কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












