যে জাতির ইতিহাস যত সমৃদ্ধ, সে জাতি তত উন্নত

মীরসরাইয়ে আমান উল্যাহ বাড়ীর ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন

| সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

দেশ জাতির যেমন ইতিহাস রয়েছে তেমনি প্রত্যেক বংশের ইতিহাস রয়েছে। যে কোন বংশের ইতিহাস সুরক্ষিত থাকলে আগামী প্রজন্মের অগ্রগতির পথে যতেষ্ট সহায়ক হয়। মাস্টার আকতারুজ্জমান চৌধুরী সেলিম রচিত আমান উল্যাহ ভূঁইয়া বাড়ীর ইতিহাস বইয়ের গ্রন্থ আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
ডা. মো. জামসেদ আলমের সভপতিত্বে ও হোসাইন সবুজের সঞ্চালনায় এবং সাইফুল হক সিরাজীর সার্বিক দিক নির্দেশনায় মিরসরাই গণ পাঠাগারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল হোসেন বাবুল। প্রধান আলোচক ছিলেন মীরসরাই কলেজের অধ্যক্ষ মো. নুরুল আফছার। গ্রন্থ আলোচক মাস্টার আক্তারুজ্জমান চৌধুরী গ্রন্থটির রচনার বৃত্তান্ত তুলে ধরেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআলম চৌধুরী প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন চৌধূরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাঈনুদ্দিন, সমকাল দুবাই প্রতিনিধি কামরুল হাসান রনি, সমকাল প্রতিনিধি বিপুল দাশ, নয়াদালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, মীরসরাই সরকারি পাইলট স্কুলের সিনিয়র শিক্ষক দিদারুল আলম, কবি নুরুল আলম তৌহিদি, কবি সাইফুদ্দিন মীর শাহীন, কবি মজহারুল হক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই শাখার সাধারণ সম্পাদক আবু জাফর। অনুষ্ঠানে আঞ্চলিক ইতিহাস রচনায় অবদানের জন্য মাস্টার আক্তারুজ্জমান চৌধুরী সেলিম এবং সমাজ সেবায় অবদানের জন্য মো. আবুল হোসেন বাবুলকে সম্মাননা স্মারক প্রধান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাঙ্গলমোড়া আইডিয়াল গ্রামার স্কুলের ফ্রি হেলথ ক্যাম্প
পরবর্তী নিবন্ধডা. মিলনের মৃত্যুবার্ষিকীতে ড্যাবের আলোচনা সভা