যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের শিক্ষা শিবিরের প্রস্তুতি সভা

| রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের উদ্যোগে ৩ দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই শিবিরের লক্ষ্য হলো শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে যুব ট্রেড ইউনিয়ন নেতৃত্বের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। গতকাল শনিবার চট্টগ্রাম বিলসলেবার রিসোর্স এন্ড সাপোর্ট সেন্টারের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিলস কর্মকর্তা ফজলুল কবির মিন্টুর সভাপতিত্বে এবং মহানগর যুব শ্রমিক দলের সভাপতি হাসিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এবং বিলস সেন্টার কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন। তিনি বলেন, আগামী ১৯, ২০ এবং ২১ ডিসেম্বর ৩ দিন ব্যাপী এই শিক্ষা শিবির চট্টগ্রামের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে যুব শ্রমিক নেতৃত্ব গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি ৩ দিনব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।এছাড়া সভায় টিইউসি জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফেতখার কামাল খান, জাতীয় শ্রমিক লীগের সৈয়দ আহাম্মদ বাদল, লেবার ফেডারেশনের আবু আহাম্মদ মিয়া, শামসুল ইসলাম আরজু, কে এম শহিদুল্লাহ, মো. জাবেদ আলম, জাহিদ উদ্দিন শাহিন, লুতফুন্নাহার সোনিয়া, জান্নাতুল ফেরদৌস, মাসুমা বেগমসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্থানীয় সরকার নির্বাচনে পার্লামেন্টারি সিস্টেমের কথা ভাবছে কমিশন
পরবর্তী নিবন্ধস্বামীকে ‘নিহত’ দেখিয়ে হত্যা মামলা করা সেই নারী কক্সবাজারে আটক