নগরীর হালিশহরে যুবলীগ নেতা মহিউদ্দিন হত্যা মামলায় আদালতে চার্জ গঠন আজ। এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হচ্ছে।
গত ২২ নভেম্বর চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালত এ মামলার তারিখ ধার্য্য করেছিলেন। ওইদিন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী জানান, এদিন চার্জ গঠনের আদেশ দেয়ার কথা থাকলেও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে নতুন তারিখ ধার্য্য করেন আদালত।
২০১৮ সালের ২৬ মার্চ হালিশহরের মেহের আফজল স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপনকালে প্রধান শিক্ষকের অফিস কক্ষের ভেতর কুপিয়ে হত্যা করা হয় যুবলীগ নেতা মহিউদ্দিনকে।
এঘটনায় মামলা দায়েরের পর আওয়ামী লীগ নেতা হাজী ইকবালসহ ২০ জনের বিরুদ্ধে ২০১৮ সালের জুলাই মাসে অভিযোগপত্র দেয় বন্দর থানা পুলিশ।
অভিযোগপত্রে দেয়া অন্য আসামিরা হল- মুরাদ আলী আকবর, জয়নুল আলম প্রকাশ বিপ্লব, বখতিয়ার আলম প্রিন্স প্রকাশ শাহজাদা, হারুন প্রকাশ হারুনুর রশিদ, হোসাইন আলী সাগর, ইরশাদ, আরশাদ আলী আকবর, আলী আকবর ইকবাল, জাহাঙ্গীর আলম, আলমগীর, আইনুল আলম প্রকাশ ডিউক, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ আজাদ, তানভীর হোসেন বাপ্পী, আমিন উল্লাহ প্রকাশ আমান, মো. জিসান, আজগর আলী আকবর প্রকাশ আজগর, রমজান ইসলাম মৃধা ও শেখ মহিউদ্দিন প্রকাশ মঈন উদ্দিন।