আজই বাংলাদেশের স্বপ্নপূরণ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৭ পূর্বাহ্ণ

শুধুমাত্র শেষ স্প্যানটি বসানোর অপেক্ষা। আর সে অপেক্ষার প্রহর শেষ হতে পারে আজই। তারপরই বাংলাদেশের স্বপ্নপূরণ। বহুল আলোচিত পদ্মা সেতুতে আজ সুবিধাজনক সময়ে স্প্যানটি ১২ ও ১৩ নম্বর খুঁটিতে (পিলার) স্থাপন করা হবে। গতকাল বুধবার ভাসমান বড় ক্রেনে স্প্যানটি উঠিয়ে যেখানে স্থাপন করা হবে, সেখানে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানে স্প্যানটি রাখা হয়। পদ্মা সেতু প্রকল্প সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ স্প্যানটি স্থাপনের মাধ্যমে পদ্মার দুই পাড় মাওয়া ও জাজিরা যুক্ত হয়ে যাবে। এরপর সড়ক ও রেলের স্ল্যাব বসানো সম্পন্ন হলে যানবাহন ও ট্রেন চলাচল করতে পারবে। সরকার আগামী বছর ডিসেম্বরে সেতুটি চালু করার ঘোষণা দিয়েছে।
জানতে চাইলে সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেন গতকাল বুধবার বলেন, সেতুর শেষ স্প্যান বসানোর সব প্রস্তুতি নেওয়া আছে। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার স্প্যানটি বসতে পারে। তবে এটি পুরোপুরি কারিগরি বিষয় এবং তা দেখভাল করছে পরামর্শক প্রতিষ্ঠান ও প্রকৌশলীরা। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে সবকিছুতে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে সর্বশেষ স্প্যান খুঁটিতে বসানোর কাজটা কিছুটা কঠিন হতে পারে। এ জন্য আগেই খুঁটির কাছে নিয়ে রাখা হচ্ছে, যাতে আজ সহজেই স্প্যানটি তোলা যায়। পদ্মা সেতুর সর্বশেষ, অর্থাৎ ৪১ নম্বর স্প্যানটি বসবে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। মাওয়ার কুমারভোগের নির্মাণমাঠে যেখানে স্প্যান প্রস্তুত করা হয়, সেখান থেকে এটি বসানোর খুঁটি খুব বেশি দূরে নয়। এ জন্য কুয়াশা থাকলেও বড় কোনো সমস্যা হবে না বলে মনে করছেন প্রকল্পের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগ নেতা মহিউদ্দিন হত্যা মামলায় চার্জ গঠন আজ
পরবর্তী নিবন্ধভাসানচর নিয়ে উদ্বেগের কারণ নেই ইউএনএইচসিআরকে বাংলাদেশ