যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

রাঙ্গুনিয়ায় সাংবাদিককে হুমকির মামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবের ওপর হামলার চেষ্টা ও হুমকির মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত আসামি রহিম উদ্দিন (২৫) রাঙ্গুনিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার ফজলুল কবিরের ছেলে। মামলার চার আসামির মধ্যে অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। মামলার বাদী আব্বাস একটি জাতীয় দৈনিক পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। বাদীর আইনজীবী দিদার আলম বলেন, মামলার সাক্ষী ও দুই পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালত এই আদেশ দেন। রায় নিয়ে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারতে পৌষ মেলায় ঘুরতে গিয়ে ১০ বাংলাদেশির জেল
পরবর্তী নিবন্ধআলোকিত জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই