যুদ্ধ নয়, শান্তি চাই

শবনম ফেরদৌসী | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:২৫ পূর্বাহ্ণ

কী আর হবে ধৈর্য ধরে জীবনে নেমেছে হতাশা।
ইউক্রেন রাশিয়া যুদ্ধ যাবে কখন মিলিয়ে,
হিমালয় এর চূড়াতে।
রাশিয়া থেকে আসলো ধেয়ে মিসাইল, কামান, গোলার আঘাত।
কোথায় লুকাই, লুকাই কোথায় জানিনা আজ।
ফেলছে বোমা, করছে গ্রাস স্কুল, কলেজ আর ছাত্রাবাস।
এই যুদ্ধের শেষ কোথায়? বাঁচার কোন উপায় নাই?
কোথায় লুকাই, লুকাই কোথায়? লুকানোর
কোন জায়গা নাই।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিশ্ব মানব নাকাল প্রায়,
টাকার কোন মূল্য নাই।
ডলারের মূল্য আকাশ চুম্বী আমদানি করতে রেমিটেন্স নাই।
এই যুদ্ধের শেষ কোথায়?
বিশ্ব মোড়ল জবাব চাই?
যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি চাই,শান্তি চাই।

পূর্ববর্তী নিবন্ধকদমতলী-ডিটি রোড যানজটমুক্ত চাই
পরবর্তী নিবন্ধসমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে সুদক্ষ শিক্ষক ও তাঁদের ত্যাগ