যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সাজুর ইন্তেকাল

| শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন প্রবাসী বাংলাদেশি আবাসন ব্যবসায়ী তৈয়বুল আলম সালাম সাজু (৪৩) গত ২৮ ফেব্রুয়ারি সকালে বোস্টনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা গত ২ মার্চ বোস্টনের আইসিসিএম মসজিদে অনুষ্ঠিত হয়। তার ২য় জানাজা আজ শনিবার বাদ এশা রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। তৈয়বুল আলম সালাম রাউজান উপজেলার সুলতানপুরের মরহুম আবদুল সালামের দ্বিতীয় পুত্র ও সীতাকুণ্ডের ছোট কুমিরার মরহুম নাদের আলী চৌধুরীর নাতি। তিনি যুক্তরাষ্ট্রে আবাসন ও আউটসোর্সিং ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে অনেক বাংলাদেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তার অকাল মৃত্যুতে নিজ এলাকা ও প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের মসজিদে বিস্ফোরণ, নিহত ৫৬
পরবর্তী নিবন্ধনিয়তি সিনহা