যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ কর্মসূচি বন্ধ হয়নি

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৮:১৬ পূর্বাহ্ণ

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে তা সত্য নয়। দূতাবাসের একজন মুখপাত্র বলেন, বাংলাদেশি শিক্ষার্থী ও স্কলারদের ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কর্মসূচি চলমান আছে এবং এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। তবে যুক্তরাষ্ট্রের নাগরিক, শিক্ষার্থী ও স্কলারদের বৃত্তি নিয়ে বাংলাদেশে আসার কর্মসূচি কয়েক বছর ধরে বন্ধ আছে। সেটিই ফুলব্রাইট কর্মসূচির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। খবর বিবিসি বাংলার।
দূতাবাসের ওই মুখপাত্র বলেন, ঢাকায় হোলি আর্টিজানের ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক, শিক্ষার্থী ও স্কলারদের এই বৃত্তিতে বাংলাদেশে আসা বন্ধ আছে। এটি নতুন কোনো ঘোষণা নয়।
এর আগে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম তাদের অনলাইন ভার্সনে বাংলাদেশিদের জন্য ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ বন্ধের সংবাদ প্রকাশ করে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ফুলব্রাইট স্কলারশিপের ওয়েবসাইটের কথা উল্লেখ করে স্কলারশিপটি বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে বলে প্রচার করেছিল। এ নিয়ে ফুলব্রাইট স্কলারশিপের চলমান কর্মসূচির আবেদনকারীসহ অনেকের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য মর্যাদাপূর্ণ একটি বৃত্তি হলো ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম। নানা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এ বৃত্তির জন্য নির্বাচিতদের যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের ফি থেকে শুরু করে শিক্ষার্থীদের থাকা-খাওয়া, যাতায়াতসহ প্রয়োজনীয় সব খরচ দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধব্রিটেনের সমান বড় হিমবাহটি ভেঙে পড়বে!
পরবর্তী নিবন্ধ২০ টাকা না দেয়ায় রোগীর স্বজনকে আনসারের মারধর!