যুক্তরাষ্ট্রে চুয়েট শিক্ষকের মৃত্যু

| শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ হীরা (২৭) গত বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রে পরলোকগমন করেছেন। তিনি গোপালগঞ্জের টুঠামান্দ্রা গ্রামের মৃনাল কান্তি হীরার ছেলে। যুক্তরাষ্ট্রের মারকুয়িট ইউনিভার্সিটিতে ‘ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যান্ড অ্যানক্রিপশন টেকনোলজি’ বিষয়ে পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন তিনি। তার মৃত্যুতে চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, শিক্ষক সমিতি গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অভিজিৎ হীরা স্মরণে এক সভা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনামমাত্র মূল্যে নামজারির আবেদনসহ বিভিন্ন দাবি
পরবর্তী নিবন্ধবেতারের সাবেক বার্তা পরিচালক ফরিদ আহমেদ চৌধুরীর ইন্তেকাল