যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৯ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। গত শনিবার দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। খবর বাংলানিউজের।

হোয়াটসঅ্যাপে আপত্তিকর ম্যাসেজ পাঠানোর অভিযোগে ৫০ বছর বয়সী গুয়েন বরখাস্ত হয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে। সংবাদমাধ্যমটি বলছে, স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন একের পর এক আপত্তিকর এবং আপত্তিকর হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। হোয়াটসঅ্যাপের এসব বার্তায় ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদের অপমান করেছেন অ্যান্ড্রু গুয়েনএমন অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিয়ে খবর প্রকাশ করে সংবাদমাধ্যম মেইল অন সানডে। এরপর তাকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকরিতে উত্তরাধিকারভিত্তিক কোটা বাতিল করল পাকিস্তান
পরবর্তী নিবন্ধভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে সেনাসহ নিহত ৩৩