শিমুল পলাশের বেদনা কথা বলা হয়নি কখনও
একাত্তর পঁচিশে মার্চ, বোমা আর গুলির বিদীর্ণ চিৎকার
মানুষ–পাখি কেউ কেউ কাল রাতে হয়ে গেল শিমুল–পলাশ
রাজারবাগ, পিলখানাসহ সমগ্র লাল–সবুজ যেন রক্তনদী।
জাতির পিতার তেজোদ্দীপ্ত আহবানে কৃষক শ্রমিক জনতা
মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পড়ল তরুণ–তরূণী বৃদ্ধ বণিতা
লাখো কণ্ঠে উচ্চারিত হলো–
‘পদ্মা–মেঘনা–যমুনা তোমার আমার ঠিকানা’
কিংবা ‘জয়বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’।
মুক্তিকামী বাঙালি ছুটলো রণাঙ্গনে দীপ্ত শপথে
বৈদ্যনাথতলা আম্রকানন স্বাধীন বাংলাদেশ সরকার
আমরা এগিয়ে গেলাম মুক্তির লক্ষে মুজিব মন্ত্রে
ত্রিশ লক্ষ তাজা খুনে, মা বোনের রক্তাক্ত লড়াইয়ে।
ন‘মাসে বাঙালি গড়ল নতুন ইতিহাস সংগ্রামের ইতিহাস
মুক্তির ইতিহাস লেখা হয়ে গেলো
লাল–সবুজ পতাকা পেলাম, পেলাম জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
তিনিই বাঙালিকে হিমালয় বানিয়ে গেলেন।