যা বললেন প্রভাতী ট্রেনের চালক

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মীরসরাইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রীদের নিহতের ঘটনায় কিছুই করার ছিলনা বলে জানিয়েছেন মহানগর প্রভাতী ট্রেনের চালক জহিরুল হক।
গতকাল শুক্রবার তিনি বলেন, বড়তাকিয়া স্টেশনের কাছে খৈয়াছড়ায় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে ক্রসিংয়ে উঠে পড়া মাইক্রোবাসের চোখের পলকে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনাটি ঘটে ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যে। এতে আমার কিছুই করার ছিলনা। কারণ এত অল্প সময়ের মধ্যে ট্রেন থামানো যায় না। তিনি বলেন, গাড়িটা অনেক দ্রুত পার হচ্ছিল। যে কোন গাড়ি রেললাইন পার হতে সময় নেই। চারদিকে দেখে শুনে আস্তে আস্তে যায়। কিন্তু গাড়িটা এত দ্রুত রেল লাইনে ডুকে পড়ে যা আমাদের চোখেই পড়েনি। তিনি আরও বলেন, সব গেটে সিগনাল বাতি থাকে যা আমরা ফলো করি। কিন্তু ওই গেইটে কোন সিগনাল নাই।

পূর্ববর্তী নিবন্ধছিল না একপাশের গেট-ক্লিপ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৪১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, গ্রেপ্তার ২