যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

রাজু হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় মো. নূরুল আলম রাজু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি খোরশেদ আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এর আগে বুধবার একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক আসামি আইয়ুব আদালতে আত্মসমর্পণ করেছিলেন।
প্রসঙ্গত গত ২৮ ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত রাজু হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন। ১৪ আসামি খালাস পেয়েছিলেন। ২ আসামি শিশু হওয়াতে অন্য আদালতে মামলা চলমান রয়েছে। আদালত সূত্রে জানা যায়, রাজু ছিল এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে একই গ্রুপের অন্যান্য বিক্রেতারা ২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন বিবিরহাটে কুপিয়ে হত্যা করে রাজুকে। তবে রাজুর পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে দাবি করেছেন, রাজু ছাত্রলীগ কর্মী ছিল। চাঁদাবাজরা তাকে খুন করেছে। এ ঘটনায় নিহতের ভাই মো. কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় ৬ জনকে আসামি, ৩-৪ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পূর্ববর্তী নিবন্ধমাইক্রোবাসে যাত্রীবেশে ডাকাত ওরা
পরবর্তী নিবন্ধবুস্টার ডোজে ফাইজারের বদলে মডার্না