যানজট নিরসনে হাটহাজারী বাস স্টেশন এলাকায় অভিযান

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

হাটহাজারী বাস স্টেশন এলাকায় যানজট নিরসনে গত মঙ্গলবার অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ গাড়ি পার্কিংয়ের দায়ে সিএনজি টেঙি ও মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে।অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মসিউজ্জামান জানান, পবিত্র রমজানে পৌরসভার বাস স্টেশন এলাকা যানজটমুক্ত রাখতে গত মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রাস্তার উপর অবৈধ পার্কিং করায় ৪টি সিএনজিকে ২ হাজার টাকা ও ২টি মোটর সাইকেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দোকানের বাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় বেশ কিছু দোকানিকে তাদের মালামাল ও স্থাপনা তাৎক্ষণিক অপসারণ, সতর্ক করা এবং বাজার মনিটরিং করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মতবিনিময়
পরবর্তী নিবন্ধগ্রুপিং না করে বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান