যানজট নিরসনে সিএমপির একগুচ্ছ পরিকল্পনা

ফুটপাতে ইফতার সামগ্রী তৈরি ও বিক্রিতে মানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

মাহে রমজান উপলক্ষে মাঠ পর্যায়ে কর্মরত ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য জনবল বাড়ানো হয়েছে। পার্কিং ব্যবস্থাপনা ও যানজট নিরসনে সবগুলো মার্কেটে ট্রাফিকের জনবল থাকবে। গাড়ি পার্কিং করার জন্য মার্কেট কর্তৃপক্ষের নিজস্ব টিম থাকবে। থাকবে মাইকিং ব্যবস্থা। এছাড়া নগরবাসীর সুবিধার্থে ফুটপাত ও রাস্তার পাশের বিভিন্ন স্থাপনায় ইফতার সামগ্রী তৈরি ও বিক্রি নিষিদ্ধ করাসহ সিএমপির পক্ষ থেকে একগুচ্ছ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া রমজানে ট্রাফিক পুলিশের সদস্যদের জন্য বিনামূল্যে প্রতিদিন ইফতারের ব্যবস্থা করেছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (উত্তর বিভাগ) জয়নুল আবেদীন আজাদীকে জানান, রমজানের ঈদে কেনাকাটা আর যাত্রীদের চাপ থাকায় তিন শিফটে ডিউটি করবেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তিনি বলেন, রমজানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় আমাদের দায়িত্বও বেড়েছে। বড় গাড়ি ও ট্রাক চলাচলে বায়েজিদ লিংক রোড ব্যবহার করতে হবে। দূরপাল্লার বাস কোনোভাবেই দিনে শহরে ঢুকতে পারবে না। রাতেই গাড়িগুলো ছাড়বে। তিনি আরও বলেন, রমজান উপলক্ষে ৬০ জন অতিরিক্ত জনবল বাড়ানো হবে। তারা ট্রাফিক পুলিশকে সহায়তা করবেন। পার্কিং ব্যবস্থাপনা ও যানজট নিরসনে সবগুলো মার্কেটে ট্রাফিকের জনবল থাকবে। এছাড়াও মার্কেট মালিকদের সঙ্গে আমরা বৈঠক করেছি। কিভাবে পার্কিং ব্যবস্থা সহজ করা যায় সে বিষয়ে জেনেছি।
জয়নুল আবেদীন বলেন, গাড়ি পার্কিং করার জন্য মার্কেট কর্তৃপক্ষের নিজস্ব টিম থাকবে। মাইকিং ব্যবস্থা থাকবে। মিমি সুপার মার্কেট এবং আফমি প্লাজায় আগতদের গাড়ি পেছনের আবাসিক এলাকার রাস্তায় রাখার কথা বলেছি। যদি কেউ প্রধান সড়কের ওপর গাড়ি পার্কিং করেন, সঙ্গে সঙ্গে মামলা হবে। ইউনেস্কোর পার্কিং উন্মুক্ত করার জন্য বলেছি। যাতে বিনামূল্যে গাড়ি রাখা যায়। যদি তারা গাড়ি পার্কিংয়ে টাকা নেয় তাহলে ব্যবস্থা নেব। সেন্ট্রাল প্লাজায় মালিকদের গাড়িগুলো পার্কিংয়ে না রাখার জন্য বলেছি, ভেতর দিকে খোলা থাকবে। একদিকে ঢুকবে অন্যদিকে বের হবে। আড়ংয়ে একদিকে ঢোকা অন্যদিকে বের হওয়ার ব্যবস্থা রাখার অনুরোধ জানিয়েছি। তিনি আরও বলেন, দশ রমজান থেকে অতিরিক্ত জনবল কাজ শুরু করবে। রমজানের শেষ দিকে অর্থাৎ ২৬ রমজানের পরে বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত জনবল রাখা হবে, যাতে যাত্রীরা ভালোমতো বাড়ি পৌঁছাতে পারে।
এদিকে সিএমপির এডিসি মিডিয়া শাহাদাত হুসেন রাসেল জানিয়েছেন, রমজানে নগরবাসীর সুবিধার্থে সকল ফুটপাত ও বিভিন্ন স্থাপনার সামনে ইফতার সামগ্রী তৈরি, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর বেলালের বিরুদ্ধে নানা অভিযোগ
পরবর্তী নিবন্ধমাহে রমজানের সওগাত