যাত্রীর কাছে আড়াই কোটি টাকার স্বর্ণ

শাহ আমানতে ২৮ বার উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

 

 

সৌদি আরবের জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সকালে বিজি১৩৬ ফ্লাইট থেকে বারগুলো পাওয়া যায়। ২৮টি বারে ৩ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ রয়েছে। এগুলোর বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা যায়, গতকাল সকাল ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা থেকে চট্টগ্রামে আসেন কঙবাজারের ঈদগাঁর সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ শফি আলম নামের এক যাত্রী। তিনি স্বাভাবিকভাবে লাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছিলেন। কিন্তু স্ক্যানিংয়ের সময় তার লাগেজে ধাতব বস্তুর অস্তিত্ব দেখা যায়। এরপর তাকে চ্যালেঞ্জ করে লাগেজে তল্লাশি চালানো হয়। ওই সময় তার লাগেজের ভিতরে থাকা চার্জার লাইট, টর্চ ও ইস্ত্রির ভেতর লুকানো অবস্থায় ২৮টি স্বর্ণের বার পাওয়া যায়। ঘটনার ব্যাপারে কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থানায় মামলা হয়েছে। তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইপিএলের নতুন চ্যাম্পিয়ন গুজরাট
পরবর্তী নিবন্ধআপন দুই ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড