রহমতগঞ্জে ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত যাত্রামোহন সেনগুপ্তের বাড়িটি ঐতিহ্যের অংশ। এ ঐতিহ্য রক্ষা করতে হবে। এটি কোনো ব্যক্তি বিশেষের সম্পত্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। গত বৃহস্পতিবার রাতে জেলা আইনজীবী অডিটোরিয়ামে আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের বিজয়া সম্মিলনীতে তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের। এ সময় তিনি আরও বলেন, এ ভবনের মালিকানা যাদের হাতে ছিল এবং যারা এই বাড়িতে এসেছিলেন সবাই অসামপ্রদায়িক মানুষ ছিলেন। এটি যদি ব্যবহৃত হয় তাহলে মানব সমাজের কল্যাণেই ব্যবহৃত হবে, কোনো ব্যক্তির সম্পত্তি হিসেবে নয়। এ ভবনকে দস্যুতা থেকে রক্ষা করতে সরকার থেকে সব সহযোগিতা করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ব্যারিস্টার বিপ্লব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও প্রধান বক্তা ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।