যাত্রাপথে গাড়ি বিকল, গরু রেখে পালালো চোরের দল

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর বা ঈদগাঁও উপজেলার কোনো এক জায়গা থেকে চুরি হওয়া পাঁচটি গরু বোঝাই একটি মিনি ট্রাক আসছিল চকরিয়ার দিকে। কিন্তু পথিমধ্যে চকরিয়ার ফাঁসিয়াখালীর হাসেরদীঘির পার হতেই মহাসড়কেই বিকল হয়ে পড়ে ট্রাকটি। এ সময় স্থানীয় লোকজন কিছু বুঝে উঠার আগেই গাড়িতে থাকা পাঁচটি গরু ও অন্যান্য মালামাল রেখে পালিয়ে যায় চালকহেলপারসহ গাড়িতে থাকা চোরের দল। এই অবস্থায় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে দেখতে পায় গাড়িতে গরুর পাশাপাশি পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র, ধারালো দাসহ গরু চুরিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল।

গতকাল বৃহস্পতিবার ভোরের এই ঘটনার খবর প্রথমে স্থানীয় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী জানার পর খবর পৌঁছান পুলিশের কাছে। এরপর থানার একদল পুলিশ এসে ঘটনাস্থল থেকে পাঁচটি গরু বোঝাই নম্বরবিহীন পিকআপ, একটি লম্বা বন্দুক, একটি ধারালো দাসহ গরু চুরিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করে নেওয়া হয় থানা হেফাজতে।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী দৈনিক আজাদীকে বলেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বৃহস্পতিবার খুব ভোরে পাঁচটি গরু বোঝাই নম্বরবিহীন পিকআপটি দক্ষিণ দিক থেকে চকরিয়ার দিকে আসছিল। কিন্তু গাড়িটি বিকল হয়ে পড়ায় গরু চোরের দল সবকিছু ফেলে পালিয়ে যায়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, উদ্ধারকৃত পাঁচটি গরু চোরাই বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে গরু, আগ্নেয়াস্ত্র, দা সহ নম্বরবিহীন পিকআপটি থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তবে গরুগুলোর প্রকৃত মালিক এসে শনাক্তসহ আবেদন করলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে যাওয়ার পথে মাইক্রো খাদে ৪ পর্যটক আহত
পরবর্তী নিবন্ধফরহাদাবাদে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা