যাকে হত্যা, তার মায়ের কাছেই আশ্রয় নেয় খুনি

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

ছিনতাই করা মোবাইল নিয়ে বিরোধে ঢাকার রাস্তায় ছুরি মেরে নিজ দলের এক সদস্যকে হত্যার পর তার মায়ের কাছেই আশ্রয় নিয়েছিল খুনি। হত্যা মামলার প্রত্যক্ষদর্শী হিসেবে প্রধান সাক্ষীও হয়েছেন তাদেরই একজন।
ঘটনার তদন্তে নেমে হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুবেল (২১), রনি (২২), ক্যান্ডি ওরফে কন্ডি (১৯) ও রিংকু (২০)। এরা সবাই মোবাইল ছিনতাইয়ে জড়িত বলে জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজের।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টার পর আসাদ গেট এলাকায় তালুকদার পেট্রোল পাম্প থেকে কিছু দূরে ছুরিকাঘাতের ঘটনায় পরদিন মারা যায় তাদের এক সদস্য আব্দুর রব।
তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, সেদিন জাতীয় সংসদ ভবনের কাছে ওই রাস্তায় চেঁচামেচি শুনে রব ও রুবেলকে ফুটপাতের ওপর আহত অবস্থায় পায় পুলিশ। তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরবেলায় মারা যান রব।

পূর্ববর্তী নিবন্ধপোড়াবাড়ি রহস্য
পরবর্তী নিবন্ধবান্দরবানে সড়কের পাশে একজনের লাশ