যশোরে ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা

| মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

যশোরের মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে মাথায় গুলি করে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে; যিনি ‘চরমপন্থি’ দলের নেতা ছিলেন বলে দাবি পুলিশের। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানান মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান। নিহত রানা প্রতাপ বৈরাগী (৪৩) উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তুষার কান্তি বৈরাগীর একমাত্র ছেলে। তার বিরুদ্ধে কেশবপুর থানায় হত্যাসহ তিনটি মামলা রয়েছে। খবর বিডিনিউজের।

ওসি রজিউল্লাহ খান বলেন, সন্ধ্যায় রানা কপালিয়া বাজারে তার বরফ কলে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা তিনজন তাকে ডেকে পাশে নিয়ে যায়। সেখানে রানার মাথায় পিস্তল ঠেকিয়ে কয়েকটি গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনোহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা আকতার ফারুক মিন্টু বলেন, বাজারে অসংখ্য লোকের উপস্থিতিতে খুন হন রানা। আগে রানা চরমপন্থি সংগঠনের নেতা ছিলেন। বর্তমান তিনি কপালিয়া বাজারে বরফকলের ব্যবসা করছিলেন। তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষের হাতে রানা হত্যাকাণ্ডের শিকার হন বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচবি মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি ইউনিটের বিকেলের শিফট উদ্বোধন
পরবর্তী নিবন্ধ৬৭ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ