যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে আবুল হোসেন-এয়াকুব পরিষদ বিপুল ভোটে জয় লাভ করেন। এর আগে গত ৭ জানুয়ারি ৯টি পদের মধ্যে সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ এয়াকুব, সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আবদুল মান্নান, কোষাধ্যক্ষ পদে আবু বক্কর ছিদ্দিক খান, দপ্তর সম্পাদক পদে মো. নাসির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে আবদুল জব্বার সহ মোট ৬ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। গত রোববার ৩টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের দেশব্যাপী ১৭টি ডিপো ও প্রধান কার্যালয় চট্টগ্রাম অফিসসহ ৪টি বিভাগীয় অফিসে মোট ১৩টি ভোট কেন্দ্রে দুপুর ২টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৮৬ জন। ২৮৪ জন ভোটার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে আবুল হোসেন ২৫৩ ভোট পেয়ে জয়লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোজাহারুল ইসলাম ভোট পান ২৯টি। নির্বাচনে প্রতি ভোট কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে মহাপরিচালক শ্রম অধিদপ্তর, শ্রম ভবন ঢাকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।