তুমি অধর্ম করেছ জানি সারাবেলা
যদি মর্ম সরে যায় কি জানি কি হয়
চুরিতে করি না পাপ ওগো বোন মেঘ
মনে সুদুঃসহ চাঁদ শুধু পরাজয়।
আমাকে তকদীর যেখানে নেবে নিক
যদি হয়ে উঠি আমি শুধু ক্রীড়নক
এতো প্রহরায় রাখা এ- অবেলা, ক্ষণে
প্রতিদিন বাড়ে চুল বাড়ে গুপ্ত নখ।
মিটুনি চেরাগ জ্বলে যদি আলো হয়
অজ্ঞতা প্রকাশ্য নগ্ন হয়ে ওঠে, রথে
জীবনের শেষ সূর্য অস্তমিত দেহে
পড়ন্ত বেদনা নাকের ঝিমুনি নতে।
বাসমতী চাল ঝেড়ে কাঁচা রোদ হলে
সঙ্গ দাওনা কেন তুমি সদলবলে।