তোমার কাজল কালো চোখের তারায় যদি
আমার জন্মান্ধ আঁখি দুটি দৃষ্টি খুঁজে ফেরে
তবে সরিয়ে নিও না সে আলোর ঝলকানি,
তোমার দুহাতের ঊষ্ণতায় নির্ভার হই যদি
আজন্মের মত বুঝে নিতে চাই তোমাকে
তবে বলে ফেলো না যেনো ফিরে যাবে জানি।
তোমার এলোমেলো কৃষ্ণ কালো নরম চুলের মাঝে যদি
নাক ডুবিয়ে নিতে চাই আমার সাধের পুনর্জন্ম;
তবে সাত-জনমই আমার আসবে মানি,
তোমার বিশ্বাসের আকাশে ডানা মেলি যদি
মুখে মুখ, পাজরে পাজর, অবুঝ বাসনা উড়াই
তবে আর দূরে না সরিয়ে প্রিয় বুকে নাও টানি।