যথায় জল তথায় মাছ

মোহাম্মদ আলম শাহ্‌ | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

যথায় জল মহল
মাছের আসল,
করতে হবে নিশ্চিত
তাদের দখল।

মাছ আমিষ প্রধান
রুচিতে অতুল,
খাবারেতে খাদ্য প্রাণ
প্রাপ্তির বহুল।

মাছ হউক প্রত্যহ
খাদ্য তালিকায়,
দেহকলে শক্তি দিতে
এমন সহায়।

দোষণীয় পরিবেশে
মাছের অনেক,
দিনে দিনে হচ্ছে শুধু
প্রাপ্তিতে সাবেক।

অব্যাহত থাকে যদি
এমন দূষণ,
আগামী পাবে না ফিরে
মাছের মিশন।

দোষমুক্ত জলে যদি
মাছ চাষ হয়,
প্রত্যাশিত ভবিষ্য হবে
উজ্জ্বল নিশ্চিয়।

নিয়ত বাড়াতে হবে
মাছের আবাদ,
আগামী প্রজন্ম জন্য
পেতে তার স্বাদ।

পূর্ববর্তী নিবন্ধনারী
পরবর্তী নিবন্ধমেয়ে তুমি