নগরীর খাল ও জলাশয় দখলকারীরা যতই প্রভাবশালী হোক, তাদের কাছ থেকে সেগুলো উদ্ধারের কথা বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মেয়র রেজাউল করিম চৌধুরী।
মেয়র হিসাবে শপথ গ্রহণের দুদিন পর গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন করতে হলে চট্টগ্রামে নতুন খাল খনন করতে হবে। পুরানো যে খালগুলো আছে, সেগুলো বেদখল হয়ে গিয়েছে। অনেক প্রভাবশালীরা দখল করে নিয়েছে। আমার কথা হচ্ছে, এই খাল কোনো ব্যক্তির নয়। যত প্রভাবশালী ব্যক্তি হোক, আমি চেষ্টা করব, খালগুলো উদ্ধার ও খনন করে জল চলাচলের ব্যবস্থা করার।
প্রভাবশালীদের কাছ থেকে দখল হয়ে যাওয়া নর্দমা ও অন্যান্য জলাশয়গুলো উদ্ধারের চেষ্টা চালানো হবে বলেও জানান মেয়র। খবর বিডিনিউজের।
রেজাউল বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে ছয় হাজার কোটি টাকার প্রকল্প চলছে। সেটার বাস্তবায়ন হলে এক বছরের মাথায় জলাবদ্ধতা অনেক কমে আসবে। নবনির্বাচিত এই মেয়র বলেন, পাঁচ বছরের মেয়াদে জলাবদ্ধতা ১০০ ভাগ দূর করতে না পারলেও ৮০-৯০ ভাগ কমিয়ে আনতে চান তিনি।