যতদিন বেঁচে আছি সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দিয়ে যাব

শপথ নিয়ে রাউজানে এমপি ফজলে করিম

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

এবিএম ফজলে করিম চৌধুরী পঞ্চমবারের মত নির্বাচিত এমপি হিসাবে শপথ নিয়ে গতকাল রোববার রাউজানে আসলে তাকে বিপুল ভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উপজেলা চত্তরে আসা গণমানুষের উদেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে সাতবার নৌকার মনোনয়ন দেয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞ। রাউজানের সর্বস্তরের নারী পুরুষ আমাকে যেভাবে বিপুল ভোটে দিয়ে ভালবাসা দেখিয়েছেন, সেই ভালবাসার প্রতিদান যতদিন বেঁচে থাকি ততদিন দিয়ে যাব। তিনি বলেন আমি জানি আপনাদের যে প্রত্যাশা ছিল হয়ত তা পূরণ হয়নি। এতে হতাশ হওয়ার কিছু নেই। আমি আপনাদের সাথে ছিলাম,আছি আমরণ আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। এরআগে সকালে রাউজানের প্রবেশমুখ সর্তা সেতু এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াহাব, রাউজানের পৌর মেয়র জমির উদ্দিন পারভেজসহ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম ও বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা মোটর শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে আসেন উপজেলা চত্তরে। এখানে আগে থেকে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এখানে নবনির্বাচিত সংসদ সদস্যকে বিপুল ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এখানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বলেন, রাউজানের সকল শ্রেণি পেশার মানুষের প্রত্যাশা ছিল পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ২৮ বছর রাজনীতির জন্য ত্যাগ, সাংগঠনিক ও কর্ম দক্ষতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ,১৪ ইউনিয়ন ও পৌরসভার সকল জনপ্রতিনিধিগণ, বিভিন্ন স্কুল,মাদরাসার শিক্ষক ও সামাজিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআশা মানে এস্পেরেঞ্জা
পরবর্তী নিবন্ধনাশকতা এড়াতে ট্রেনে বসছে সিসি ক্যামেরা