যতদিন বাঁচবো বান্দরবানবাসীর সেবা করে যাবো

নাগরিক সংবর্ধনায় বীর বাহাদুর এমপি

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১৯ জানুয়ারি, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে টানা সপ্তমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংকে সংবর্ধনা দিয়ে বরণ করা হয়েছে। পাহাড়ের বীরের আগমনে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ২০০টি তোরণ সাজানো হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় রাজার মাঠে আয়োজিত বিশালমঞ্চে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিংকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈ হ্লা। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাস, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌরসভার মেয়র শামসুল ইসলাম, রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অমল কান্তি দাস, পৌরসভার কাউন্সিলর অজিত কান্তি দাস, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং বলেন, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বান্দরবানবাসী আমাকে সপ্তমবারের মত ভোট দিয়ে নির্বাচিত করেছে। কৃতজ্ঞতা জানাচ্ছি বান্দবানবাসীর প্রতি। আমি যতদিন বাঁচবো বান্দরবানবাসীর সেবা করে যাবো। এই অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাবো।

পূর্ববর্তী নিবন্ধঘন কুয়াশায় ঢাকার ফ্লাইট নামলো চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধভাষাবিজ্ঞানী মনসুর মুসা