ময়মনসিংহে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথে আগুন

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকাময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া গফরগাঁও পৌর শহরের প্রধান প্রধান সড়কে অন্তত ১০ স্থানে আগুন দিয়েছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ ঘটনার পর পৌর শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিংয়ে এবং পৌর শহরের বিভিন্ন এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানান গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান। খবর বিডিনিউজের।

নেতাকর্মীরা জানান, গফরগাঁও উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ১০ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. আক্তারুজ্জামান বাচ্চুর নাম ঘোষণার পর থেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন দলের একাংশের নেতাকর্মীরা।

তার মনোনয়ন বাতিলের দাবিতে বিকালে উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে প্রথমে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা রেললাইনে আগুন দেন। এতে ঢাকাময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেইসঙ্গে আতঙ্কে পৌর শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন দোকানিরা।

গফরগাঁও রেলওয়ে থানার এসআই আবুল বাশার বলেন, রেললাইনের আগুন দেওয়ায় ঢাকাময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আছে। তারা বিষয়টি দেখছেন।

এর আগে এদিন দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়মনসিংহ১০ আসনে মো. আক্তারুজ্জামান বাচ্চুকে দলীয় প্রার্থী ঘোষণা করেন। এরপর থেকে গফরগাঁওয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী উপকূল থেকে ৬ জনকে উদ্ধার করল কোস্টগার্ড
পরবর্তী নিবন্ধনাটকীয়তার ম্যাচে এবার সিলেটের কাছে হার নোয়াখালীর