ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালালেন বিয়ে বাড়ির অতিথিরা

সীতাকুণ্ডে কিশোরী ক্লাবের সহায়তায় বাল্যবিবাহ বন্ধ

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

বিয়ে বাড়িতে একদিকে চলছে রান্নাবান্নার কাজ, অন্যদিকে লাউড স্পিকারে তুমুল শব্দে বাজছে গান। বর ও কনে পক্ষের আত্মীয়স্বজনে পরিপূর্ণ বিয়েবাড়ির কোলাহলময় পরিবেশে হঠাৎ হাজির হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার উপস্থিতি টের পেতেই বন্ধ হয়ে গেল গানবাজনা। দৌড়ে পালালেন বর ও কনে পক্ষের অতিথিরা। গত সোমবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর এলাকার স্বপন নাথের বাড়িতে এ ঘটনা ঘটে। ম্যাজিস্ট্রেটের অভিযানে বাল্য বিবাহ থেকে রক্ষা পাওয়া কিশোরীর নাম বৃষ্টি নাথ (১২)। সে দক্ষিণ শীতলপুর এলাকার স্বপন নাথ ও চন্দনা রানী দেবীর কন্যা।

ইপসার কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার শিউলি রানী দেবী বলেন, সোমবার রাতে সোনাইছড়ির কিশোরী ক্লাবের মেয়েরা বৃষ্টির বাল্যবিবাহের বিষয়টি তাকে জানান। বিষয়টি তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানান। এক পর্যায়ে তার পরামর্শে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পাশাপাশি স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াকুবকে জানানোর পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে তার সহযোগিতা কামনা করেন। রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বিয়ে বাড়িতে ছুটে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে তিনি রাতেই বিয়ে বাড়িতে উপস্থিত হন। কিশোরীর পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবহিত করার পাশাপাশি মেয়েকে প্রাপ্ত বয়সের আগে বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। কিশোরীর বাবা স্বপন নাথ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা মত তিনি বিবাহ বন্ধ করেছেন। পাশাপাশি প্রাপ্ত বয়সের আগে মেয়েকে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমায়ের ‘অপহরণ নাটক’ সাজান মরিয়ম মান্নান : পিবিআই
পরবর্তী নিবন্ধগ্যাসের দাম কমানো যায়, হিসাব দেখাল বিজিএমইএ