টিম হোটেল ছেড়ে মাঠে অনুশীলনের সুযোগ নেই বলে ম্যাচের মাত্র চার দিন আগে কাতারে যাবে বাংলাদেশ ফুটবল দল। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানান,‘কাতার সরকারের কোভিড সংক্রান্ত শক্ত স্বাস্থ্য বিধিমালার কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেখানে সুইমিং, জিম, ডাইনিং সুবিধা পাবে না। রুমে আলাদাভাবে খাবার খেতে হবে এবং অনুশীলন মাঠ ও হোটেল ছাড়া কোথাও যাওয়ার অনুমতি নেই, বিধায় আগামী ৩০ মে তারিখে কাতার যাবে দল।’