এম এ আজিজ স্টেডিয়ামে ডরমেটরি নির্মাণের পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এবার ডরমেটরি নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্টেডিয়ামের পূর্ব গ্যালারির দ্বিতীয় তলায় এ ডরমেটরি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ সিজেকেএস ও পরামর্শক প্রকৌশলী প্রতিষ্ঠানের কর্মকর্তারা ডরমেটরি নির্মাণের স্থান পরিদর্শন করেন। পরে তারা সিজেকেএস সম্মেলন কক্ষে সভায় মিলিত হন। এতে প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে সিজেকেএস সম্পাদক বলেন, খেলোয়াড়, কর্মকর্তা, দলের কোচ, প্রশিক্ষকসহ ক্রীড়া সংশ্লিষ্টদের থাকার জন্যই এই ডরমেটরি নির্মাণের পরিকল্পনা। ডরমেটরি নির্মিত হলে বিভিন্ন লীগ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়-কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা করা যাবে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে জাতীয় ক্রীড়া কাউন্সিলের নির্দেশনা মানা হচ্ছে। জানা গেছে, এই ডরমেটরি নির্মাণ প্রকল্পের জন্য প্রাথমিকভাবে আড়াই কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছিল। তবে এনএসসি এর স্ট্যান্ডার্ড মেনে ড্রইং, ডিজাইন পরিবর্ধন করার কারণে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় বেড়ে প্রায় ৩ কোটি টাকা পর্যন্ত নির্ধারিত হতে পারে। সভায় বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য দিদারুল আলম, পরামর্শক প্রতিষ্ঠান চতুষ্কোণের স্বত্বাধিকারী প্রকৌশলী তুহিন বড়ুয়া উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধম্যাচের ৪ দিন আগে কাতার যাবে বাংলাদেশ ফুটবল দল
পরবর্তী নিবন্ধএবার শেয়ার ব্যবসায় নামছেন সাকিব