মৌন ফেরিঘাটে

গৌরী প্রভা দাশ | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৪১ পূর্বাহ্ণ

মন খারাপের বাজলো বাঁশি
হেমন্ত যায় ডেকে,
হু হু করা হিমেল বাতাস
ব্যথায় প্রলেপ মেখে।
শিরীষ পাতার ঘুম ভেঙেছে
কোন সে ভোরের ডাকে
দুর্বাঘাসে জমলো শিশির
হলুদ পথের বাঁকে।
চাঁদের বাটি উল্টে পাল্টে
নীল আকাশে উঠে,
কঙ্কাবতীর চুলের খোঁপা
ধূলোতে যায় লুটে।
দূর কুয়াশায় মিশে গেলো
চেনা মুখের ছায়া,
মনের মাঝে জেগে থাকে
হিম কাঁকনের মায়া।
নিঃস্ব আমি ঘুরি ফিরি
সব খোয়ানোর হাটে,
কেন এমন ডাক দিলি তুই
মৌন ফেরিঘাটে?
পথের মাঝে পথ হারিয়ে
শূন্যরথে চলি,
তোকে ছোঁয়ার ইচ্ছে হলে
নিজের মনে জ্বলি।

পূর্ববর্তী নিবন্ধগণসংগীত : রসিক কাঁদে না
পরবর্তী নিবন্ধঅন্তিমে প্রেমময় সন্ধ্যা