নিত্যপণ্যের বাজার আরো বেড়ে যাবে

মো. মহিউদ্দিন

| শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৮:৪৫ পূর্বাহ্ণ

চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ডিজেলের দাম বৃদ্ধির নিত্যপণ্যের বাজার আরো বেড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন ধরে ভোগ্যপণ্যের বাজার চড়া। আন্তর্জাতিক বাজার দরবৃদ্ধির কারণে ভোজ্যতেল ও চিনির বাজার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন ডিজেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাবে। আমাদের খাতুনগঞ্জ থেকে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহন হয়ে থাকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন স্কেল স্থাপনের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণের কারণে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে আমাদের এখানে পরিবহন ভাড়া এমনিতে একটু বেশি। এখন ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে পরিবহন ভাড়া আরো বাড়বে। খাতুনগঞ্জ থেকে সড়কপথ ছাড়াও নৌপথেও পণ্য পরিবহন হয়ে থাকে। ডিজেলের দাম বৃদ্ধির কারণে লাইটাজারেজ জাহাজের ভাড়াও বাড়বে। এটিও পণ্যের দামে যুক্ত হবে। দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। এর আগে থেকে ভোগ্যপণ্যের বাজার বাড়তে শুরু করে। সাধারণ জনগণের কথা চিন্তা করে সরকার চাইলে ডিজেলে ভর্তুকির সময়টা আরেকটু বাড়াতে পারতো।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সাড়ে তিন লাখ শিক্ষার্থীর তথ্য আইসিটির সার্ভারে
পরবর্তী নিবন্ধনিত্যপণ্যের বাজার আরো বেড়ে যাবে