চট্টগ্রাম জেলা মৌ চাষি সমিতির সভাপতি, বিসিকের সাবেক সিনিয়র প্রশিক্ষক ও মৌ বিশারদ এবং গবেষক মো. আবু তাহের আর নেই। (ইন্নালিল্লাহ…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। গতকাল বুধবার রাত ৩ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনি, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগাহী রেখে যান। মরহুম আবু তাহের মীরসরাইয়ের ১২নং খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া গ্রামের দলিলের রহমান মেস্ত্রিবাড়ির মরহুম মোখলেসুর রহমানের বড় ছেলে। গতকাল বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মো. আবু তাহের মৌচাষে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় সংবর্ধনা ও সম্মাননা পেয়েছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি মীরসরাই উপজেলা মৌ চাষি সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন। মরহুম আবু তাহের নিউজ পোর্টাল বাংলাধারা ডটকম সম্পাদক ফেরদৌস শিপনের শ্বশুর।












