কক্সবাজারে চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগের ৩য় রাউন্ডের শেষ খেলায় মোহামেডানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। গতকাল রোববার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নওজোয়ান ৫ উইকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এ ম্যাচ দিয়ে কঙবাজার ভেন্যুর খেলা সম্পন্ন হলো। চতুর্থ রাউন্ডের খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নওজোয়ান প্রথম ম্যাচে শক্তিশালী আবাহনীর কাছে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে পাইরেট্্সকে হারিয়ে চমক সৃষ্টি করে। অন্যদিকে ঐতিহ্যবাহী মোহামেডান তাদের তিন খেলার তিনটিতেই পরাজিত হলো। গতকাল টসে জিতে মোহামেডান প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ২০১ রান সংগ্রহ করে। শুরুতে খুব দ্রুত উইকেট হারালেও মিডল অর্ডারে দুই অর্ধশতকের বদৌলতে মোহামেডান রানসংখ্যা দুইশোতে নিয়ে যেতে সক্ষম হয়। দলীয় ২৭ রানে প্রথম তিন উইকেট হারায় মোহামেডান। এরপর অধিনায়ক এস কে আরমান উল্লাহ এবং তানভীর সাদাত ৪র্থ উইকেট জুটিতে ৫৫ রান যোগ করেন। তানভীর ২৬ রানে আউট হয়ে গেলে আরমান এবং শাহাদাত হোসেন জুটি বেঁধে দলীয় রান সংখ্যা ১২০ এ উন্নীত করেন। এরপর আরমান নিজের ৫৭ রানে আউট হয়ে ফিরলে শাহাদাত এবং রুবায়েত খান জুটি ৭৩ রান যোগ করেন। শাহাদাতও ৫০ রান করে আউট হয়ে যান। রুবায়েত খান ২৩ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১১ রান। নওজোয়ানের পক্ষে ২টি করে উইকেট নেন ইকবাল মাহমুদ এবং শাহাদাত সবুজ। ১টি করে উইকেট নেন মনজু আলম এবং শরীফ রকিব। ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৪৮.৪ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের জয়ে মূল ভূমিকা রাখেন ওপেনার আবদুল্লাহ হিমেল এবং আবুল হাশেম রাজা। হিমেল ১৪২ বল খেলে ৬টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৭৪ রানে অপরাজিত থাকেন। রাজা ২৫ বলে ঝড়ো ৪২ রান সংগ্রহ করেন ৩টি ছক্কা এবং ৩টি চার সহযোগে। এছাড়া নাজিম সাব্বির ২৭,মিনহাজ সৌরভ ১৪, এবং মনজু আলম অপরাজিত ১৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। মোহামেডানের পক্ষে ইশরাত সাব্বির,শাহাদাত হোসেন, মো. মিজান, তানভীর সাদাত এবং রুবায়েত খান প্রত্যেকে ১টি করে উইকেট তুলে নেন। প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে চট্টগ্রাম আবাহনী এবং সিটি কর্পোরেশন একাদশ। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।