মোস্তাফিজকে অফিশিয়ালি বাদ দিল কলকাতা, ক্ষুব্ধ ক্রিকেটমহল

বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিতে বিসিবিকে নির্দেশ ক্রীড়া উপদেষ্টার

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৩:৩৫ পূর্বাহ্ণ

আইপিএল ২০২৬ আসর শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ ও ভারতের ক্রিকেটমহল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সরাসরি নির্দেশে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে আনুষ্ঠানিকভাবে রিলিজ করেছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কেকেআরএর দাবি, মাঠের বাইরের সাম্প্রতিক কিছু ইস্যু ও বিতর্কের জেরে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে টুর্নামেন্টের নিয়ন্ত্রক সংস্থা। এর প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পক্ষেবিপক্ষে মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে। নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বকাপে বাংলাদেশভারত ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসি বাংলা ও বাংলানিউজের।

গতকাল শনিবার কেকেআর এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই আমাদের মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। যথাযথ প্রক্রিয়া এবং আলোচনার মাধ্যমেই এই রিলিজ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিসিসিআই আমাদের বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে, যার বিস্তারিত পরে জানানো হবে। এই বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেন, চারপাশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে আমরা কেকেআরকে এই নির্দেশনা দিয়েছি। ফ্র্যাঞ্চাইজিটি চাইলে অন্য কোনো খেলোয়াড়কে তার বদলে দলে নিতে পারবে।

২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল কেকেআর। তবে তাকে দলে নেওয়ার পর থেকেই ভারতে রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন মহলের বিরোধিতার মুখে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সহিংসতার খবর সামনে আসার পর এই বিতর্ক তীব্রতর হয়।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা কৌস্তভ বাগচীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব কলকাতায় বাংলাদেশি ক্রিকেটারের খেলার বিরোধিতা করেন। কয়েকজন ধর্মীয় নেতা আইপিএল বয়কট, হামলার প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকি দিতে শুরু করেন। এমনকি কেকেআরের সহস্বত্বাধিকারী শাহরুখ খানকেও এই ইস্যুতে সমালোচনার শিকার হতে হয়।

বিসিসিআই’র দাবি, পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরুর আগে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মোস্তাফিজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এদিকে আজকের এই ঘটনায় দুই দেশের ক্রিকেট মহলে তীব্র আলোচনাসমালোচনা চলছে। অনেকে বলছেন, দুই দেশের বর্তমান সম্পর্কের কারণেই এমনটা ঘটেছে। এতে সমর্থকদের মধ্যে বিভক্তি চরম আকার ধারণ করবে এবং ক্রিকেটকে আরও ক্ষতিগ্রস্ত করবে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। আবার অনেকে সরাসরি অবস্থান নিচ্ছেন পক্ষেবিপক্ষে। বাংলাদেশের কেউ কেউ আইপিএল বয়কটের ডাক দিচ্ছেন, আবার ভারতের অনেকে মোস্তাফিজকে বাদ দেওয়ায় উল্লাস প্রকাশ করছেন।

উত্তাল দেশের ক্রিকেটমহল : আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় উত্তাল বাংলাদেশের ক্রিকেটমহল। ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড চুক্তির পরও রাজনৈতিক কারণে একজন বিশ্বমানের পেসারকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে অপমানজনক ও লজ্জাজনক বলে মনে করছেন এদেশের সাবেক অধিনায়ক ও কোচরা।

বর্তমানে বিপিএলের কারণে সিলেটে অবস্থানরত দেশের শীর্ষ ক্রিকেটার ও কোচদের আলোচনায় এখন প্রাধান্য পাচ্ছে কেবল মোস্তাফিজ ইস্যু। বিপিএল দল ‘নোয়াখালী এঙপ্রেস’এর প্রধান কোচ ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন একে চরম হতাশাজনক উল্লেখ করে এক সংবাদমাধ্যমকে বলেন, রাজনীতি বা ধর্মের দোহাই দিয়ে মোস্তাফিজকে বাদ দেওয়া কেবল তার জন্য কষ্টের নয়, আমাদের সবার জন্য লজ্জার। ক্রিকেটারদের নিরাপত্তা দিতে না পারলে পুরো দল কীভাবে ভারত সফরে যাবে? বিসিবি ও সরকারের উচিত এখনই আইসিসিকে বিষয়টি জানানো।

বিস্ময় প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তিনি বলেন, ৯ কোটি ২০ লাখে কেনার পর হঠাৎ এই সিদ্ধান্ত অবাক করার মতো। মোস্তাফিজ ২০১৬ থেকে আইপিএলে পারফর্ম করছে, কিন্তু সে কখনো প্রাপ্য সম্মান পায়নি। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো মোটেও ঠিক নয়।

সবচেয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ‘রাজশাহী ওয়ারিয়র্স’এর ব্যাটিং কোচ রাজিন সালেহ। তিনি একে জাতীয় অপমান হিসেবে দেখছেন। রাজিন বলেন, এটি শুধু মোস্তাফিজের নয়, পুরো বাংলাদেশ ক্রিকেটের অপমান। নিরাপত্তার অজুহাতে যদি এমনটা হয়, তবে বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারত কীভাবে নিরাপত্তা দেবে? প্রয়োজনে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হোক।

ক্রীড়া উপদেষ্টার কড়া প্রতিক্রিয়া : ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সকে আসন্ন আইপিএল ২০২৬ আসরের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশভারত ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে বাংলাদেশে যাতে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়, সেই ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকেও অনুরোধ করেছেন বলে ফেসবুকে দেওয়া একটি পোস্টে জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার রাত ১১টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পাতায় তিনি লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (উপদেষ্টা) হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়! আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ!

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামকে জলাবদ্ধতার অভিশাপমুক্ত করতে স্থায়ী সমাধান করা হচ্ছে
পরবর্তী নিবন্ধ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল