মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ২০২৫–২০২৬ইং দায়িত্ব পালনকারী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২ সেপ্টেম্বর নগরীর সিটি গেট এলাকায় গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় ফ্লোরে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের আগস্ট মাসের মাসিক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। ১ বছর মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। কমিটিতে দায়িত্ব পেলেন প্রতিষ্ঠাতা পরিচালক ডা : মেসবাহউদ্দিন তুহিন, প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রেজাউল মোস্তফা, সহ–সভাপতি মোস্তফা মোর্শেদ শ্রেয়াস, সাংগাঠনিক ডিপার্টমেন্ট প্রধান মো. নাদিম শেখ, সাংগাঠনিক ডিপার্টমেন্ট সহকারী ফারিয়া সিদ্দিকা জেবা, অফিস ডিপার্টমেন্ট প্রধান আরফান হামিম সিয়াম, অফিস ডিপার্টমেন্ট সহকারী আফসানা রহমান মীম, ব্লাড ডিপার্টমেন্ট প্রধান মো. রিদোয়ান রনি, ব্লাড ডিপার্টমেন্ট সহকারী রুবাইয়া সিদ্দিকি, আইসিটি মিডিয়া ডিপার্টমেন্ট প্রধান ইমতিয়াজ রাফি, আইসিটি মিডিয়া সহকারী রাকিব আল ইসলাম। প্রতিষ্ঠাতা পরিচালক ডা: মেসবাহউদ্দিন তুহিন নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। উক্ত মাসিক সভায় নতুন সদস্যদের ফরম বিতরণ করা হয় এবং ২৫ জন সদস্যদের উপস্থিতির মধ্যে দিয়ে মাসিক সভা সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।