মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা

| শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজ চত্বরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের সংবর্ধনা, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে
এতে প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের শ্রেষ্ঠ সন্তান। তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার জন্য সকলের আহবান জানান।
সংবর্ধিতরা হলেন সুলতান আহাম্মদ চৌধুরী, সফিউল আলম চৌধুরী, এম এ জাফর, অ্যাডভোকেট আনোয়ারুল কবির চৌধুরী, আবুল কালাম শামসুদ্দিন চৌধুরী, এবাদুর রহমান সওদাগর, আলী মিয়া সওদাগর, মসিউদ্দৌলা চৌধুরী, আলী আজগর চৌধুরী, আব্দুল মাবুদ চৌধুরী, সুলতান মাহমুদ চৌধুরী, বীরেন্দ্র লাল দে। অধ্যাপক কাজী মাহবুবুর রহমান ও লায়লা নাজনীনের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নুরুদ্দিন, মো. ফারুক চৌধুরী, মহিউদ্দিন আহমদ, আবদুস সালাম, সাইফুদ্দিন সাকী, নেছার আহাম্মদ, লোকমান আলী, এম এ হান্নান, আবদুল্লাহ আল হারুন, প্রকৌশলী তরুণ তপন দত্ত, ফজলুল কাদের, মো. ইব্রাহিম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, অধ্যাপক আবু ছগির, প্রধান শিক্ষক মো. মহিববুর রহমান, সবিতা রাণী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলোর ঠিকানার ১০০ শিশুকে মধ্যাহ্ন ভোজ করাল পুনাক
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মকে বইমুখী করতে এই উদ্যোগ প্রশংসনীয়