মোটরসাইকেল আরোহী চার মাসের শিশুর প্রাণ গেল ট্রলির ধাক্কায়

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১১ অপরাহ্ণ

ভূজপুর থানার হারুয়ালছড়ি এলাকায় ট্রলি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী চার মাসের এক শিশু নিহত হয়েছে। তার নাম ওবায়দুর রহমান বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বাংলানিউজ

নিহত ওবায়দুর রহমান একই এলাকায় তৌহিদুর রহমানের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, “একটি ট্রলি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক তৌহিদুর রহমান, তার স্ত্রী ও ছেলে আহত হয়।দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চার মাসের শিশু ওবায়দুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধটায়ারের ভিতর ৩০ হাজার ইয়াবা
পরবর্তী নিবন্ধঅটোরিকশায় পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ২