মোখা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি

জেলা প্রশাসক ফখরুজ্জামান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ মে, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা করেছি আমরা। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, পৌর ও ইউনিয়ন ওয়ার্ড কমিটির সভা করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সকল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। ৮ হাজার ৮৮০ জন সিপিপি স্বেচ্ছাসেবক ও রেড ক্রিসেন্ট সোসাইটির ৮ হাজার জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। তারা আবহাওয়া বার্তা প্রচার করে যাচ্ছে। জেলা প্রশাসক বলেন, পর্যাপ্ত সরঞ্জামসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রস্তুত রাখা হয়েছে। নেভি ও কোস্ট গার্ডের রেসকিউ বোট ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ৫৩০ টি স্থায়ী এবং ৫০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের ধারণ ক্ষমতা ৫ লাখ ১ হাজার ১১০ জন। তিনি বলেন, ফটিকছড়িতে ১১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। হাটহাজারীতে ১৮টি, মীরসরাইয়ে স্থায়ী ৮৫টি, রাঙ্গুনিয়ায় অস্থায়ী ২১৭টি, রাউজানে স্থায়ী ২টি, সন্দ্বীপে স্থায়ী ১১৬টি স্থায়ী, সীতাকুণ্ডে স্থায়ী ২৫টি, বাঁশখালীতে স্থায়ী ১২২টি, বোয়ালখালীতে স্থায়ী ৮টি, চন্দনাইশে স্থায়ী ৬টি, পটিয়ায় অস্থায়ী ১২৬টি, সাতকানিয়ায় স্থায়ী ৪টি, আনোয়ারায় স্থায়ী ৫৮টি, লোহাগাড়ায় অস্থায়ী ২৮টি, কর্ণফুলীতে স্থায়ী ১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এছাড়া নগরীর জন্য প্রস্তুত রয়েছে ৯৪টি স্থায়ী আশ্রয়কেন্দ্র। ৬০৮ মেট্রিক টন চাল মজুদ করা হয়েছে। শুকনা খাবারের মধ্যে ৩.৫ মেট্রিক টন টোস্ট বিস্কুট, .৪০২ মেট্রিক টন ড্রাই কেক প্রস্তুত রয়েছে। এছাড়া ৩০ হাজার প্যাকেট ওরস্যালাইন ও ৬০ হাজার প্যাকেট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও প্রস্তুত রয়েছে।

সবমিলে বলা যায়, আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সবকিছুই নির্ভর করছে সংকেতের উপর। সংকেত দেখে করণীয় ঠিক করা হবে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। পতেঙ্গা বেড়িবাঁধসহ চট্টগ্রামের বেড়িবাঁধগুলোর কী অবস্থা জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, বেড়িবাঁধগুলো ঠিক আছে। এখন পর্যন্ত আমাদের কাছে আশংকাজনক কোনো তথ্য নেই।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় নিয়ে সজাগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধরোববারের এসএসসি পরীক্ষা নিয়ে যা বলছে শিক্ষাবোর্ড