মেয়ে তুমি

গৌরী প্রভা দাশ | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

এই যে তুমি দিচ্ছো পাড়ি জীবন নদী
দিন ও রাত উজাড় করে,
দেখো তো ভেবে, আপন মনে কবে হেঁটেছ
ঘরের পাশে পথটি ধরে?

মনে কি পড়ে? ভিজেছে কবে দু’পা তোমার
কিরণমাখা ঝরণা জলে!
ভিজলে কবে মেঘের জলে ভর দুপুরে
নূপুর পরে ইচ্ছে হলে?

যেমন করে চাঁদের পাশে একটি তারা
সঙ্গী হয় রাত নিশীথে,
তেমন করে মনের কথা শোনার মতো
কেউ কি আছে এই জগতে?

সাজতে যদি খুশির ছলে হোলির রঙে
হঠাৎ করে খেয়াল বশে!
নিজেকে তুমি পেতেই ফিরে আগের মতো
এক আঁজলা রূপ ও রসে।

ও মেয়ে তুমি! জাগো এবার যেমন করে
অগ্নিগিরি আগুন জ্বালে,
জীবন যদি একটা হয় তার সুরভি
অঙ্গে মাখো মনটা খুলে।

পূর্ববর্তী নিবন্ধযথায় জল তথায় মাছ
পরবর্তী নিবন্ধঅন্তরালের কেউ