পেইসলি শলটিসের বয়স যখন চার বছর, তখনই সে নিখোঁজ হয়। এরপর দীর্ঘ অনুসন্ধান চালিয়েও পুলিশ তার হদিস পায়নি। দুই বছরের বেশি সময় পর গত সোমবার দাদাবাড়ির সিঁড়ির নিচে একটি গোপন কক্ষ থেকে তাকে উদ্ধার করে পুলিশ। খবর বাংলানিউজের।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের পুলিশ জানায়, সোমবার সুগেটিস শহরের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পেইসলি এখন সুস্থ আছে। তাকে বৈধ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের জুলাইয়ে নিউইয়র্কের তিয়োগা কাউন্টি থেকে পেইসলি শলটিস নিখোঁজ হয়েছিল বলে জানায় পুলিশ।