মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না বাবার

সড়ক দুর্ঘটনা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৩ মে, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

মেয়ে সাবিয়া আক্তার মুমুকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরছিলেন বাবা মোহাম্মদ লোকমান। ফেরার পথে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইমামনগর স্কুলের সামনে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারটি লোকমানের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। মো. লোকমান উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত সোনা মিয়ার পুত্র। তিনি পুরাতন জাহাজের স্ক্র্যাপ ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা জানে আলম বলেন, নিহত লোকমানের মেয়ে সাবিয়া আক্তার মুমু চলতি বছর ভাটিয়ারীর সাজেদা আলম বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ফৌজদারহাট কেএম হাই স্কুল কেন্দ্রে তার পরীক্ষা হচ্ছে। গতকাল মঙ্গলবার তার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল। লোকমান মেয়েকে মোটর সাইকেলে কেন্দ্রে পৌঁছে দেন। পরে তিনি বাড়িতে ফিরছিলেন। পথে ভাটিয়ারী ইমামনগর স্কুলের সামনে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে লোকমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বানুরবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। পিকআপ এবং প্রাইভেটকারটি আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১০ দিন পর ট্রাক চালক আকবরশাহ থেকে আটক
পরবর্তী নিবন্ধমফজল আহমেদ