মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্টে টেস্ট করা হয় মেট্রো ডায়াগনস্টিকে

লাখ টাকা জরিমানা

আজাদী অনলাইন | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩১ অপরাহ্ণ

মাত্র চার দিন আগে সিভিল সার্জনের নেতৃত্বে নগরীর গোল পাহাড় মোড়ের মেট্রো ডায়াগনস্টিক সেন্টারে চালানো অভিযানে কোনো অনিয়ম পাওয়া না গেলেও চার দিনের মাথায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে পাওয়া গেল নানা অনিয়ম।

রোগীদের বিভিন্ন টেস্টে প্রতিষ্ঠানটি ব্যবহার করছিল মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট।

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার অধিদফতর অভিযান চালিয়ে সেন্টারটিকে লাখ টাকা জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা জানান, ডায়াগনস্টিক সেন্টারটির স্টোর রুম থেকে বের করা হয়েছে ইউরিন, ব্লাড টেস্টসহ এইচআইভির মতো স্পর্শকাতর পরীক্ষায় যেসব রিএজেন্ট ব্যবহার করা হচ্ছিল সেগুলোর কোনোটিরই মেয়াদ নেই। কিছু কিছু রিএজেন্ট পাওয়া গেছে খোলা অবস্থায়। যেগুলোর ওপর ধুলোর আস্তর পড়েছে। ২০১৮ সালে মেয়াদ ফুরানো কেমিক্যালও পাওয়া যায় ল্যাবরেটরিতে। এছাড়া ল্যান্ডস্টেইন ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে ব্লাড সংগ্রহের পর তাতে মেয়াদ না লিখায় জরিমানা করা হয়।

চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ সাংবাদিকদের বলেন, ডায়াগনস্টিক সেন্টারটির প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট পাওয়া গেছে যা দিয়ে কোনো পরীক্ষা করা হলে তা ভুল রিপোর্ট পাওয়া যাবে। প্রতিষ্ঠানের এমন অপরাধ অত্যন্ত গুরুতর। তাই প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রক্ত সংগ্রহ করার পর তাতে মেয়াদোত্তীর্ণের তারিখ না লেখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আনিছুর রহমান, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকরী পরিচালক নাসরিন আক্তার।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা বেড়িবাঁধ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধসিআইইউর অ্যাডমিশন ফেস্টিভলে ভর্তিচ্ছুদের ভিড়